]

একি বললেন নেহরা তাসকিনকে নিয়ে



বোলিং অ্যাকশনের অভিযোগে বাংলাদেশের তরুণ পেসার তাসকিন আহমেদকে সাময়িক নিষিদ্ধ করেছে আইসিসি। তবে তার বোলিংয়ের প্রশংসা সর্বত্র। বিশ্বের সেরা সেরা বোলাররা তাসকিনের প্রশংসায় এখন পঞ্চমুখ। পাকিস্তানের সাবেক  তারকা শোয়েব আখতার তাসকিনকে বিশ্ব ক্রিকেটের সম্পদ বলে অভিহিত করেছেন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ইয়ান চ্যাপেলও তাসকিনের পাশে দাঁড়িয়েছেন। তিনি বিশ্বকাপ চলাকালে তাসকিন-সানির নিষিদ্ধের সমালোচনাও করেছেন। এবার তাসকিনের বোলিংয়ের প্রশংসা করলেন ভারতের সুপার ফাস্ট বোলার আশীষ নেহরা। নেহরার কাছে তাসকিন আহমেদ সেরা বোলার। আগামী বুধবার রাতে ভারত  মুখোমুখি হবে বাংলাদেশের । ম্যাচ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই প্রশংসা করেন নেহরা। তিনি বলেন, আমার চোখে এই মুহূর্তে সেরা বোলার তাসকিন আহমেদ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে তিনি বলেন, বাংলাদেশ এখন দুর্দান্ত খেলছে। ওদের দলে তামিম ইকবালের ও সাব্বির রহমান এর মতো মারকুটে ব্যাটসম্যান আছে। এছাড়া মুস্তাফিজের মতো বিশ্বসেরা বোলারতো আছেই। তাই বাংলাদেশের বিপক্ষে জিততে হলে নিজেদের সেরাটাই দিয়ে খেলতে হবে।  বিশ্বকাপের প্রথমপর্ব দারুণ খেলা তাসকিনকে অবৈধ বোলিংয়ের কারনে নিষিদ্ধ করেছেন আইসিসি। তবে মূলপর্বে এখনও জয় পায়নি মাশরাফিরা। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারে বাংলাদেশ , আর দ্বিতীয় ম্যাচে সোমবার অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় সাকিব-মাহামুদুল্লারা । 

ভারত-পাকিস্তান ম্যাচের এই উত্তেজনা চিরচেনা


টি ২০ বিশ্বকাপ শুরু হয়েছে সপ্তাহখানেক হল। রঙও ছড়িয়েছে বেশ। ক্রিকেটের তিন মোড়ল- ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচে ধরাশায়ী হয়েছে। দক্ষিণ আফ্রিকার মত দলের ২২৯ রানও টি ২০-তে নিরাপদ নয়, দেখিয়ে দিয়েছে ইংল্যান্ড। তবে টি ২০ ক্রিকেটের সবচেয়ে বড় আকর্ষণ রয়েছে শনিবার। ক্রিকেট ভূ-স্বর্গ কলকাতার ইডেন গার্ডেনে এদিন মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও পাকিস্তান। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচ প্রথমে ধর্মশালায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে হুমকির কারণে সেখান থেকে ম্যাচ সরিয়ে নেয়া হয়েছে কলকাতায়। উপমহাদেশের এই দুই পরাশক্তির মহারণ ঘিরে কাঁপছে গোটা ক্রিকেট বিশ্ব। উত্তাল হয়ে উঠেছে ইডেন গার্ডেন। ওই ম্যাচের একটা টিকিটের জন্য পাগল কলকাতা। ইডেনের কর্মকর্তারা টিকিটের দাবি সামলাতে হিমশিম খাচ্ছেন। এদিকে স্টেডিয়াম-টিম হোটেল থেকে শুরু করে শহরের আনাচ-কানাচ ঘিরে দেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তায়। ইডেন গার্ডেনের মালিকানা যাদের, সেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল বা সিএবি-র নতুন সচিব অভিষেক ডালমিয়া বলেছেন, 'দুঃশ্চিন্তার কিছু নেই, দেখবেন ইডেন ঠিক আবার বাজিমাত করবে।' তিনি বলেন, 'ইডেন তো আগে বিশ্বকাপের ফাইনালও আয়োজন করেছে। এমন তো নয় যে আগে আমরা এত গুরুত্বপূর্ণ ম্যাচ করিনি। ফলে এবারেও দেখবেন, দর্শকরা দারুণ একটা ম্যাচ উপহার পাবেন।' পাক-ভারত ম্যাচের আগে দুই ধরনের ইতিহাসের সামনে দুদল। বিশ্বকাপের ইতিহাস এবং কলকাতার ইডেন গার্ডেনের ইতিহাস। দুই ইতিহাস দুই ধরনের কথা বলছে। ইডেন বলছে ভারতকে হারাবে পাকিস্তান। আর বিশ্বকাপ বলছে পাকিস্তানকে হারাবে ভারত। বিশ্বকাপের ইতিহাসে কখনও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। টি ২০ বিশ্বকাপে এ পর্যন্ত চার বার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। সবক'টিতে জয় পেয়েছে ভারত। এর মধ্যে ২০০৭ সালের বিশ্বকাপে ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা জিততে পারেননি মিসবাহ-আফ্রিদিরা। ওয়ানডে বিশ্বকাপেও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। একদিনের বিশ্বকাপে ভারত-পাকিস্তানের পাঁচটি লড়াইয়ের একটিতেও জেতেনি পাকিস্তান। সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপেও পাকিস্তানকে হারিয়েছে ভারত। তাই বলা যায়, বিশ্বকাপের ইতিহাস ভারতকেই এগিয়ে রাখছে। এতো গেল বিশ্বকাপের ইতিহাসের কথা। এবার আসা যাক কলকাতার ইতিহাসে। এই ইতিহাস বলছে, ইডেন গার্ডেনে যতবারই ভারত CLICK HEREপাকিস্তানের মুখোমুখি হয়েছে, ততবারই পরাজয়ের স্বাদ পেয়েছে স্বাগতিকরা। ইডেনে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। প্রত্যেকবারই ভারতকে হারিয়েছে পাকিস্তান। যে কারণে ইডেনকে পাকিস্তানের পয়া ভেন্যু বলা হয়। এখন দেখার, ভারত কী কলকাতার ইতিহাস পরিবর্তন করে পাকিস্তানকে হারিয়ে নতুন ইতিহাস লিখবে? নাকি পাকিস্তান ভারতকে হারিয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস তৈরি করবে? 

রোনাল্ডো- মেসির প্রতিদ্বন্দ্বী নন

রোনাল্ডোর সঙ্গে লিওনেল মেসির শ্রেষ্ঠত্বের লড়াই কয়েক বছর ধরে চলে আসছে । তবে রোনাল্ডোর সঙ্গে কোনারকম প্রতিদ্বন্দ্বিতা আছে বলে মানতে নারাজ বার্সেলোনার আর্জেন্টাইন জাদুকর। তিনি বলেন এটা গণমাধ্যমের তৈরি।

সাফল্যের বিবেচনায় আর কোনো ফুটবলার বার্সেলোনার মেসি ও রিয়াল মাদ্রিদের রোনাল্ডোর ধারে কাছে না থাকাতেই মূলত এই দুই তারকার লড়াই নিয়ে মাঝে মধ্যে খবর বের হয়। গোল করার দিক দিয়ে প্রতি মৌসুমে এই দুই তারকার আশপাশেই কেউ থাকে না। ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের তালিকাতেও গত সাত বছরে তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন, মেসি চারবার আর রোনাল্ডো তিনবার জিতেছেন ব্যালন ডিঅর। তাদের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বেশি আলোচনা হওয়ার আরেকটা কারণ হল এই দুজন চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের প্রতিনিধিত্ব করেন। কিন্তু মেসির দাবি, এখানে কোনো দ্বন্দ্ব নেই- এটা গণমাধ্যম সৃষ্টি করেছে। বিষয়টা মেসি বনাম রোনাল্ডো নয়, কখনোই সেটা এমন ছিল না। মেসি আরও জানান, তারা দুজনেই ক্লাবের জন্য ভালো করতে চান। এটাই আসল বিষয়, ব্যক্তিগত লড়াই বলে কিছু নেই।

শেষ পর্যন্ত রোনাল্ডো লীগে ৪৮ গোল করেন, আর মেসি করেন ৪৩ গোল। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে অবশ্য কেউই কাউকে হারাতে পারেননি, দুজনই করেন ১০টি করে গোল। দলীয় সাফল্যে অবশ্য এবার মেসির ধারে কাছে নেই রোনাল্ডো। বার্সেলোনার হয়ে এবার ট্রেবল জেতেন মেসি। আর রিয়ালের হয়ে কিছুই জিততে পারেননি রোনাল্ডো। বর্তমানে কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করানোর লক্ষ্যে চিলিতে জাতীয় দলের সঙ্গে আছেন মেসি। কর ফাঁকির মামলায় সম্প্রতি আবারও তার বার্সেলোনা ছাড়ার গুঞ্জন উঠলেও মেসি পরিষ্কার জানিয়ে দিলেন ন্যুক্যাম্পেই ক্যারিয়ার শেষ করতে চান । বার্সেলোনা আমাকে সব কিছু দিয়েছেন। যখন কেউ আমার পাশে ছিল না, তারা আমাকে সুযোগ দিয়েছিলো ।যতদিন তারা চাইবে ততদিন আমি বার্সেলোনাতেই থাকব।

জয়ে দিয়ে শুরু চিলির ঃআজ আর্জেন্টিনা


স্বাগতিক চিলির জয় দিয়ে শুরু হল লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই। বাংলাদেশ সময় শুক্রবার ভোরে কোপা আমেরিকার ৪৪তম আসরের উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে চিলি। বিশ্বের সবচেয়ে প্রাচীন এই আন্তর্জাতিক টুর্নামেন্টের ৯৯ বছরের ইতিহাসে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি চিলি। ১৯ বার অংশগ্রহণ করে চারবার রানার্সআপ হয়েছে। এবার স্বাগতিক হওয়ায় শিরোপার অন্যতম দাবিদার ভাবা হচ্ছে তাদের। ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গার চোখে চিলিই এবার হট ফেভারিট। আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিও ফেভারিটের তালিকায় রেখেছেন চিলিকে। 


 অ্যালেক্সিস সানচেজ, আর্তুরো ভিদাল ও ক্লদিও ব্রাভোদের মতো তারকাদের নিয়ে গড়া বর্তমান দলটিকে চিলির সর্বকালের সেরা দল ভাবা হয়। গ্র“প পর্বে স্পেনের মতো দলকে উড়িয়ে দিয়েছিল। নকআউট পর্বে ব্রাজিলকেও যথেষ্ট বেগ দিয়েছিল তারা। বিশ্ব^কাপ থেকেই দারুণ ছন্দে আছেন ভিদাল, সানচেজরা। সেই ছন্দেই তারা উতরে গেল ইকুয়েডর পরীক্ষায়। সান্তিয়াগোতে শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিল চিলি। মাত্র কয়েক দিন আগেই চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে বার্সেলোনার কাছে হারতে হয়েছে ভিদালের জুভেন্টাসকে। সেই রাগই যেন আছড়ে পড়ছিল ইকুয়েডর ডিফেন্সে। প্রথম ১৫ মিনিটেই গোলের গোটা তিনেক সুযোগ নষ্ট করে স্বাগতিকরা। এরপর পাল্টা আক্রমণে চিলিকে কাঁপিয়ে দেয় ইকুয়েডর। দ্বিতীয়ার্ধে ফের চালকের আসনে চিলি। ৬৭ মিনিটে বক্সের মধ্যে ভিদালকে ফাউল করে চিলিকে পেনাল্টি উপহার দেন ইকুয়েডরের বোহানোস। স্পটকিকে গোল করে চিলিকে এগিয়ে দেন ভিদাল। ৮৪ মিনিটে সানচেজের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন নাপোলি তারকা এডুয়ার্ডো ভারগাস। শেষ দিকে মাতিয়াস ফার্নান্দেজের লাল কার্ডে দশজনের দলে পরিণত হলেও বিপদে পড়েনি চিলি। দিন শেষে জয়টাকেই বড় করে দেখছেন চিলির হিরো ভিদাল, ‘প্রথম ম্যাচ সবসময়ই কঠিন হয়। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে হয়েছে আমাদের। তবে দিন শেষে ফল ছাড়া সবই গুরুত্বহীন। আমরা জিতেছি এবং খুবই খুশি।’
চিলির পর আজ কোপা অভিযান শুরু করতে যাচ্ছে শিরোপার বড় দাবিদার আর্জেন্টিনা ও বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়ে। বাংলাদেশ সময় রাত ৩টা ৩০ মিনিটে প্যারাগুয়ের মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা। রাত ১টায় দেখা হবে উরুগুয়ে ও জ্যামাইকার। ১৯৯৩ কোপা আমেরিকা জয়ের পর টানা ২২ বছর শিরোপাহীন আর্জেন্টিনা। গত বছর অল্পের জন্য বিশ্বকাপটা জেতা হয়নি। এবার মেসি নিজেই জানিয়েছেন, কোপায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য তারা রীতিমতো মরিয়া। দলে তিনি পাশে পাচ্ছেন আগুয়েরো, হিগুয়াইন, তেভেজ ও ডি মারিয়ার মতো তারকাদের। স্বপ্নের ফরোয়ার্ড লাইন নিয়ে কোপা অভিযান শুরুর আগে মেসি বলেছেন, ‘সর্বশেষ ট্রফি জেতার পর বেশ ভালো কয়েকটি দল পেয়েছি আমরা। তারপরও অনেক দিন হল কিছুই জেতা হয়নি। ব্রাজিলে শিরোপার খুব কাছ থেকে ফিরতে হয়েছে। তবে বিশ্বকাপ এখন অতীত। সব ভুলে কোপা আমেরিকা জেতাই আমাদের একমাত্র লক্ষ্য। এখানে সব প্রতিপক্ষই কঠিন। তাই লড়াই হবে হাড্ডাহাড্ডি। বিশেষ নজরে রাখতে হবে ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে ও চিলিকে।’
২০১৪ বিশ্বকাপের স্মৃতি ভুলে যেতে চাইলে ও বুটজোড়া তুলে রাখার আগে একটি বিশ্বকাপ জিততে চান মেসি, ‘যে কোনো ফুটবলারের চূড়ান্ত লক্ষ্য এটা। বার্সেলোনায় আমার অনেক সতীর্থই বিশ্বকাপ জিতেছে। আশা করি আমিও একদিন সেই স্বাদ পাব।’ গত আসরের রানার্সআপ প্যারাগুয়ের মুখোমুখি হওয়ার আগে আরেক আর্জেন্টাইন নক্ষত্র আগুয়েরো বলেছেন, ‘আমাদের এই প্রজন্ম কোপা আমেরিকা জিততে না পারলে সারা জীবন দুঃখ থেকে যাবে।’ ওদিকে নিষেধাজ্ঞার দরুন লুইস সুয়ারেজ দলে না থাকায় উরুগুয়ের স্বপ্নসারথি এবার এডিনসন কাভানি। বেফাঁস এক মন্তব্য করে সেই কাভানিই এখন বিতর্কের কেন্দ্রে। প্রথম ম্যাচের প্রতিপক্ষ জ্যামাইকাকে আফ্রিকান দলগুলোর সঙ্গে তুলনা করে ঝড়ের মুখে পড়া কাভানি শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন। 


কাতারেই হচ্ছে বিশ্বকাপ


অনেক সমসার পড়েও চূড়ান্ত হল কাতার  বিশ্বকাপ । কাতারের পররাষ্ট্রমন্ত্রী "খালেদ আল আত্তিয়াহ"- জানিয়েছেন ২০২২ সালের বিশ্বকাপ আয়োজন কাতার থেকে অন্য কোথাও সরে যাওয়ার কোন সম্ভাবনা একদম নেই । তিনি আরও বলেন কাতারে বিশ্বকাপ আয়োজনের বিরুদ্ধে ন্যাক্কারজনক প্রচারণা চালানো হচ্ছে। কাতারে বিশ্বকাপ আসলে পুরো মধ্যেপ্রাচ্যের জন্যেই আয়োজন। যারা এই প্রচেস্টার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে তাদের পরিচয় একদিন প্রকাশিত হবে।ফিফায় ঘুষ কেলেঙ্কারি নিয়ে ক’দিন ধরে যে তোলপাড় চলছে তার কারনে কাতারের বিশ্বকাপ অন্য কোথাও সরে যেতে পারে কিনা সে বিষয়টি উঠে এসেছে।