একি বললেন নেহরা তাসকিনকে নিয়ে



বোলিং অ্যাকশনের অভিযোগে বাংলাদেশের তরুণ পেসার তাসকিন আহমেদকে সাময়িক নিষিদ্ধ করেছে আইসিসি। তবে তার বোলিংয়ের প্রশংসা সর্বত্র। বিশ্বের সেরা সেরা বোলাররা তাসকিনের প্রশংসায় এখন পঞ্চমুখ। পাকিস্তানের সাবেক  তারকা শোয়েব আখতার তাসকিনকে বিশ্ব ক্রিকেটের সম্পদ বলে অভিহিত করেছেন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ইয়ান চ্যাপেলও তাসকিনের পাশে দাঁড়িয়েছেন। তিনি বিশ্বকাপ চলাকালে তাসকিন-সানির নিষিদ্ধের সমালোচনাও করেছেন। এবার তাসকিনের বোলিংয়ের প্রশংসা করলেন ভারতের সুপার ফাস্ট বোলার আশীষ নেহরা। নেহরার কাছে তাসকিন আহমেদ সেরা বোলার। আগামী বুধবার রাতে ভারত  মুখোমুখি হবে বাংলাদেশের । ম্যাচ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই প্রশংসা করেন নেহরা। তিনি বলেন, আমার চোখে এই মুহূর্তে সেরা বোলার তাসকিন আহমেদ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে তিনি বলেন, বাংলাদেশ এখন দুর্দান্ত খেলছে। ওদের দলে তামিম ইকবালের ও সাব্বির রহমান এর মতো মারকুটে ব্যাটসম্যান আছে। এছাড়া মুস্তাফিজের মতো বিশ্বসেরা বোলারতো আছেই। তাই বাংলাদেশের বিপক্ষে জিততে হলে নিজেদের সেরাটাই দিয়ে খেলতে হবে।  বিশ্বকাপের প্রথমপর্ব দারুণ খেলা তাসকিনকে অবৈধ বোলিংয়ের কারনে নিষিদ্ধ করেছেন আইসিসি। তবে মূলপর্বে এখনও জয় পায়নি মাশরাফিরা। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারে বাংলাদেশ , আর দ্বিতীয় ম্যাচে সোমবার অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় সাকিব-মাহামুদুল্লারা ।