ভারত-পাকিস্তান ম্যাচের এই উত্তেজনা চিরচেনা


টি ২০ বিশ্বকাপ শুরু হয়েছে সপ্তাহখানেক হল। রঙও ছড়িয়েছে বেশ। ক্রিকেটের তিন মোড়ল- ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচে ধরাশায়ী হয়েছে। দক্ষিণ আফ্রিকার মত দলের ২২৯ রানও টি ২০-তে নিরাপদ নয়, দেখিয়ে দিয়েছে ইংল্যান্ড। তবে টি ২০ ক্রিকেটের সবচেয়ে বড় আকর্ষণ রয়েছে শনিবার। ক্রিকেট ভূ-স্বর্গ কলকাতার ইডেন গার্ডেনে এদিন মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও পাকিস্তান। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচ প্রথমে ধর্মশালায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে হুমকির কারণে সেখান থেকে ম্যাচ সরিয়ে নেয়া হয়েছে কলকাতায়। উপমহাদেশের এই দুই পরাশক্তির মহারণ ঘিরে কাঁপছে গোটা ক্রিকেট বিশ্ব। উত্তাল হয়ে উঠেছে ইডেন গার্ডেন। ওই ম্যাচের একটা টিকিটের জন্য পাগল কলকাতা। ইডেনের কর্মকর্তারা টিকিটের দাবি সামলাতে হিমশিম খাচ্ছেন। এদিকে স্টেডিয়াম-টিম হোটেল থেকে শুরু করে শহরের আনাচ-কানাচ ঘিরে দেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তায়। ইডেন গার্ডেনের মালিকানা যাদের, সেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল বা সিএবি-র নতুন সচিব অভিষেক ডালমিয়া বলেছেন, 'দুঃশ্চিন্তার কিছু নেই, দেখবেন ইডেন ঠিক আবার বাজিমাত করবে।' তিনি বলেন, 'ইডেন তো আগে বিশ্বকাপের ফাইনালও আয়োজন করেছে। এমন তো নয় যে আগে আমরা এত গুরুত্বপূর্ণ ম্যাচ করিনি। ফলে এবারেও দেখবেন, দর্শকরা দারুণ একটা ম্যাচ উপহার পাবেন।' পাক-ভারত ম্যাচের আগে দুই ধরনের ইতিহাসের সামনে দুদল। বিশ্বকাপের ইতিহাস এবং কলকাতার ইডেন গার্ডেনের ইতিহাস। দুই ইতিহাস দুই ধরনের কথা বলছে। ইডেন বলছে ভারতকে হারাবে পাকিস্তান। আর বিশ্বকাপ বলছে পাকিস্তানকে হারাবে ভারত। বিশ্বকাপের ইতিহাসে কখনও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। টি ২০ বিশ্বকাপে এ পর্যন্ত চার বার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। সবক'টিতে জয় পেয়েছে ভারত। এর মধ্যে ২০০৭ সালের বিশ্বকাপে ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা জিততে পারেননি মিসবাহ-আফ্রিদিরা। ওয়ানডে বিশ্বকাপেও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। একদিনের বিশ্বকাপে ভারত-পাকিস্তানের পাঁচটি লড়াইয়ের একটিতেও জেতেনি পাকিস্তান। সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপেও পাকিস্তানকে হারিয়েছে ভারত। তাই বলা যায়, বিশ্বকাপের ইতিহাস ভারতকেই এগিয়ে রাখছে। এতো গেল বিশ্বকাপের ইতিহাসের কথা। এবার আসা যাক কলকাতার ইতিহাসে। এই ইতিহাস বলছে, ইডেন গার্ডেনে যতবারই ভারত CLICK HEREপাকিস্তানের মুখোমুখি হয়েছে, ততবারই পরাজয়ের স্বাদ পেয়েছে স্বাগতিকরা। ইডেনে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। প্রত্যেকবারই ভারতকে হারিয়েছে পাকিস্তান। যে কারণে ইডেনকে পাকিস্তানের পয়া ভেন্যু বলা হয়। এখন দেখার, ভারত কী কলকাতার ইতিহাস পরিবর্তন করে পাকিস্তানকে হারিয়ে নতুন ইতিহাস লিখবে? নাকি পাকিস্তান ভারতকে হারিয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস তৈরি করবে?