রোনাল্ডোর সঙ্গে লিওনেল মেসির শ্রেষ্ঠত্বের লড়াই কয়েক বছর ধরে চলে আসছে । তবে রোনাল্ডোর সঙ্গে কোনারকম প্রতিদ্বন্দ্বিতা আছে বলে মানতে নারাজ বার্সেলোনার আর্জেন্টাইন জাদুকর। তিনি বলেন এটা গণমাধ্যমের তৈরি।
সাফল্যের বিবেচনায় আর কোনো ফুটবলার বার্সেলোনার মেসি ও রিয়াল মাদ্রিদের রোনাল্ডোর ধারে কাছে না থাকাতেই মূলত এই দুই তারকার লড়াই নিয়ে মাঝে মধ্যে খবর বের হয়। গোল করার দিক দিয়ে প্রতি মৌসুমে এই দুই তারকার আশপাশেই কেউ থাকে না। ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের তালিকাতেও গত সাত বছরে তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন, মেসি চারবার আর রোনাল্ডো তিনবার জিতেছেন ব্যালন ডিঅর। তাদের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বেশি আলোচনা হওয়ার আরেকটা কারণ হল এই দুজন চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের প্রতিনিধিত্ব করেন। কিন্তু মেসির দাবি, এখানে কোনো দ্বন্দ্ব নেই- এটা গণমাধ্যম সৃষ্টি করেছে। বিষয়টা মেসি বনাম রোনাল্ডো নয়, কখনোই সেটা এমন ছিল না। মেসি আরও জানান, তারা দুজনেই ক্লাবের জন্য ভালো করতে চান। এটাই আসল বিষয়, ব্যক্তিগত লড়াই বলে কিছু নেই।
শেষ পর্যন্ত রোনাল্ডো লীগে ৪৮ গোল করেন, আর মেসি করেন ৪৩ গোল। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে অবশ্য কেউই কাউকে হারাতে পারেননি, দুজনই করেন ১০টি করে গোল। দলীয় সাফল্যে অবশ্য এবার মেসির ধারে কাছে নেই রোনাল্ডো। বার্সেলোনার হয়ে এবার ট্রেবল জেতেন মেসি। আর রিয়ালের হয়ে কিছুই জিততে পারেননি রোনাল্ডো। বর্তমানে কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করানোর লক্ষ্যে চিলিতে জাতীয় দলের সঙ্গে আছেন মেসি। কর ফাঁকির মামলায় সম্প্রতি আবারও তার বার্সেলোনা ছাড়ার গুঞ্জন উঠলেও মেসি পরিষ্কার জানিয়ে দিলেন ন্যুক্যাম্পেই ক্যারিয়ার শেষ করতে চান । বার্সেলোনা আমাকে সব কিছু দিয়েছেন। যখন কেউ আমার পাশে ছিল না, তারা আমাকে সুযোগ দিয়েছিলো ।যতদিন তারা চাইবে ততদিন আমি বার্সেলোনাতেই থাকব।

শেষ পর্যন্ত রোনাল্ডো লীগে ৪৮ গোল করেন, আর মেসি করেন ৪৩ গোল। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে অবশ্য কেউই কাউকে হারাতে পারেননি, দুজনই করেন ১০টি করে গোল। দলীয় সাফল্যে অবশ্য এবার মেসির ধারে কাছে নেই রোনাল্ডো। বার্সেলোনার হয়ে এবার ট্রেবল জেতেন মেসি। আর রিয়ালের হয়ে কিছুই জিততে পারেননি রোনাল্ডো। বর্তমানে কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করানোর লক্ষ্যে চিলিতে জাতীয় দলের সঙ্গে আছেন মেসি। কর ফাঁকির মামলায় সম্প্রতি আবারও তার বার্সেলোনা ছাড়ার গুঞ্জন উঠলেও মেসি পরিষ্কার জানিয়ে দিলেন ন্যুক্যাম্পেই ক্যারিয়ার শেষ করতে চান । বার্সেলোনা আমাকে সব কিছু দিয়েছেন। যখন কেউ আমার পাশে ছিল না, তারা আমাকে সুযোগ দিয়েছিলো ।যতদিন তারা চাইবে ততদিন আমি বার্সেলোনাতেই থাকব।
0 comments: