কাতারেই হচ্ছে বিশ্বকাপ


অনেক সমসার পড়েও চূড়ান্ত হল কাতার  বিশ্বকাপ । কাতারের পররাষ্ট্রমন্ত্রী "খালেদ আল আত্তিয়াহ"- জানিয়েছেন ২০২২ সালের বিশ্বকাপ আয়োজন কাতার থেকে অন্য কোথাও সরে যাওয়ার কোন সম্ভাবনা একদম নেই । তিনি আরও বলেন কাতারে বিশ্বকাপ আয়োজনের বিরুদ্ধে ন্যাক্কারজনক প্রচারণা চালানো হচ্ছে। কাতারে বিশ্বকাপ আসলে পুরো মধ্যেপ্রাচ্যের জন্যেই আয়োজন। যারা এই প্রচেস্টার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে তাদের পরিচয় একদিন প্রকাশিত হবে।ফিফায় ঘুষ কেলেঙ্কারি নিয়ে ক’দিন ধরে যে তোলপাড় চলছে তার কারনে কাতারের বিশ্বকাপ অন্য কোথাও সরে যেতে পারে কিনা সে বিষয়টি উঠে এসেছে।