উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের প্রতিপক্ষ বার্সেলোনাকে হারানো 'প্রায় অসম্ভব' বলে মনে করেন জুভেন্টাস অধিনায়ক জিয়ানলুইজি বুফ্ফন।
আগামী ৫ জুন বার্লিনে অনুষ্ঠিত হবে ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর উয়েফা চ্যাম্পিয়নস লীগের ফাইনাল। ফাইনালে তুরিনের ওল্ড লেডি খ্যাত ইতালিয়ান ক্লাব জুভেন্টাস মুখোমুখি হবে লস ব্লাউগ্রানা ডাকনামে পরিচিত স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার।
তার আগে জুভেন্টাস অধিনায়ক এবং গোলবারের অতন্দ্র প্রহরী জিয়ানলুইজি বুফন জানালেন “এই মৌসুমে বার্সেলোনাকে হারানো প্রায় অসম্ভব”।
দীর্ঘসময় ধরে জুভদের গোলবার সামলানো বুফন বললেন “বার্সা আমাদের থেকে ভালে দল এটা আমরাও জানি, তবে মাঠে সবসময় সেরা দল জেতেনা। জিততে হলে ওই ম্যাচে আপনাকে ভালো খেলতে হবে এবং সেইসাথে আপনার ভাগ্য সাথে থাকতে হবে।
সিরি-এ শিরোপা জয়ের পর ইতালিয়ার লীগ কাপ জেতা জুভেন্টাসের ট্রেবল জেতার পথে একমাত্র বাধা বার্সেলোনা। চ্যাম্পিয়নস লীগ ফাইনালে লুইস এনরিকের শিষ্যদের হারাতে পারলেই শিরোপা ত্রয়ী পূর্ণ হবে জুভেন্টাসের। তবে কাজটা যে কঠিন সেটা বলতেও ভুললেন না ২০০৬ বিশ্বকাপজয়ী এই গোলকিপার। তিনি আরো বলেন এমনিতেই বার্সার বিপক্ষে ম্যাচ খেলা কঠিন, আর যদি তারা তাদের শতভাগ দিয়ে খেলে তবে তাদের বিপক্ষে জয় পাওয়া প্রায় অসম্ভব এবং কঠিন।
0 comments: