আজমলকে নিয়ে আসছে পাকিস্তান। বিশ্বকাপ শুরুর আগেই খেলার অনুমুতি পায় সে, তবে তারও আগে স্বেচ্ছায় বিশ্বকাপ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন সাঈদ আজমল।পরে আর দলে ডাকা হয়নি তাঁকে। তবে বিশ্বকাপের পরই আবার পাকিস্তান দলে ফিরলেন আজমল। বাংলাদেশ সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য তিনটি আলাদা দল ঘোষণা করেছে কাল পাকিস্তান ক্রিকেট বোর্ড ।
বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর সব ধরনের দল থেকেই বাদ পড়েছেন উমর আকমল।তিনটি দলেই আছেন চোটের কারণে বিশ্বকাপ খেলতে না-পারা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে বোলার হিসেবে আপাতত নিষিদ্ধ হাফিজ শুধু ব্যাটসম্যান হিসেবেই খেলবেন। অবশ্য ৯ এপ্রিল ভারতের চেন্নাইয়ে পরীক্ষা দিতে যাবেন এই অফ স্পিনার। ওই পরীক্ষায় উতরে গেলে বাংলাদেশ সফরে বল করতেও কোনো সমস্যা থাকবে না তাঁর।তবে ওয়ানডে ও টেস্ট দলে জায়গা হয়নি ওপেনার আহমেদ শেহজাদের, তাকে শুধু টি-টোয়েন্টির জন্য রাখা হয়েছে ।
মিসবাহ-উল-হক ও শহীদ আফ্রিদির অবসরের কারণে ওয়ানডে দলের ডাক পেয়েছেন অলরাউন্ডার ফাওয়াদ আলম। বিশ্বকাপের সময় চোট পাওয়া ফাস্ট বোলার মোহাম্মদ ইরফান ফিট না হওয়ায় কোনো দলেই নেই।তবে চোট কাটিয়েই ফিরেছেন জুনাইদ খান। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য আলাদা তিনজন অধিনায়কের নেতৃত্বে খেলবে পাকিস্তান মিসবাহই টেস্ট দলের অধিনায়ক, টি-টোয়েন্টি দলের অধিনায়ক আফ্রিদিও ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন আজহার আলী।
0 comments: