খেলা নিয়ে অনিশ্চিত ভ্যান পার্সির




প্রিমিয়র লিগে ঘরের মাঠে সান্ডারল্যান্ডের মুখোমুখি হবে লুইস ভ্যান গালের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড৷ ৪৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তিন নম্বরে রয়েছে রেড ডেভিলসরা৷ কিন্তু ম্যাচের আগেই প্র্যাকটিস করতে গিয়ে গোড়ালিতে মারাত্মক চোট পেলেন অন্যতম সেরা স্ট্রাইকার রবিন ভ্যান পার্সি৷  প্র্যাকটিস শেষে ক্রাচে ভর দিয়েই মাঠ ছাড়েরে পার্সি৷প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বেশ কয়েক সপ্তাহ মাঠে নামতে পারবেন না তিনি৷ পার্সি আদৌ সুস্থ হয়ে ফিরতে পারবেন কিনা তা নিয়েও তৈরি হয়েছে সংশয়।
ভ্যান গাল বলছেন, ‘পার্সি মারাত্মক চোট পেয়েছে৷ ওর ডান পায়ের গোড়ালি সমস্যা করছে৷ ফলে প্রোটেক্টিভ বুট পড়েই ও মাঠ ছাড়ল৷ এখন দেখার বিষয় কবে ফিট হয়ে ও মাঠে নামতে পারে৷ তবে আমাদের অন্য স্ট্রাইকারকে নিয়েই ভাবতে হবে।