লা
লিগায় সর্বকালের সর্বোচ্চ গোলদাতার ব্যক্তিগত গৌরবের থেকে এই মুহূর্তে
মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদকে পরাজিত করাই বেশি
গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চারবারের বিশ্ব সেরা ফুটবলার লিওনেল মেসি।
১৯৫৫
সালের টেলমো জারার ২৫১ গোলের থেকে আর মাত্র এক গোল দূরে রয়েছেন মেসি।
শনিবার সানতিয়াগো বার্নাব্যুতে রিয়ালের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়েই মেসি
তার রেকর্ড খাতায় আরেকটি পাতা যোগ করতে পারেন।
কিন্তু
মেসি বললেন, ‘এটা ক্ল্যাসিকো এবং এই ম্যাচে খেলাটা আমি সবসময়ই বেশ উপভোগ
করি। কিন্তু এখানে কোনো কিছু নির্ধারিত হচ্ছে না। এখনো লিগের অনেকটা সময়
বাকি, কিন্তু আমরা সবসময়ই জয়ের জন্য মাঠে নামি। এখানে রেকর্ড খুব একটা
গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে কতটা ভাল খেলে আমরা জয় নিয়ে মাঠ
ছাড়ছি।’
রিয়ালের
চেয়ে চার পয়েন্ট এগিয়ে লা লিগার টেবিলের শীর্ষে রয়েছে বার্সা। তবে এই
এগিয়ে থাকাকে কোনোভাবেই গুরুত্ব দিচ্ছেন না দলটির কোচ লুইস এনরিকে ও দলের
সেরা খেলোয়াড় মেসি। কোচে সাথে সুর মিলিয়েই এই আর্জেন্টাইন তারকা বলেছেন,
মাত্র আট ম্যাচ পরে এখনই লিগ শিরোপার দিকে তাদের কোনো নজর নেই।
আয়াক্সের
বিপক্ষে মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে ৩-১ গোলে জয়ের ম্যাচে বিরতির পরে
নেইমার এবং আন্দ্রেস ইনিয়েস্তার সাথে মেসিকেও মাঠ থেকে উঠিয়ে নেন এনরিকে।
শনিবার অনুষ্ঠিতব্য রিয়ালের বিরুদ্ধে ম্যাচটির কথা মাথায় রেখেই কোচ তাদের
বিশ্রাম দিতে চেয়েছেন। তবে গত শনিবার এইবারের বিপক্ষে ৩-০ গোলের জয়ের
ম্যাচে মেসিকে পরিবর্তন করা নিয়ে বিতর্ক তৈরী হয়েছিল। যদিও শেষ পর্যন্ত
পুরো ম্যাচেই তিনি মাঠে ছিলেন। তবে মেসি মনে করেন খেলোয়াড় পরিবর্তনে
চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেন একমাত্র এনরিকেই।
0 comments: