হতাশ হলেন সুয়ারেজের


ক্ষীণ একটা আশার আলো ছিল। যদি আবেদন করলে তার সাজা কিছুটা কমে! লুইস সুয়ারেজকে হতাশ হতে হয়েছে, ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ আদালত সিএএস (কোর্ট অব আরবিট্রেশন) চার মাসের নিষেধাজ্ঞা বহাল রেখেছে। তবে বার্সেলোনার উরুগুইয়ান স্ট্রাইকারের জন্য ছোট্ট একটা সুসংবাদ আছে, তিনি খেলতে না পারলেও দলের সাথে অনুশীলনে ফিরতে পারবেন। বিশ্বকাপে গ্রুপপর্বের ম্যাচে কামড়ে দিয়েছিলেন ইতালির জর্জো কিয়েলিনিকে। এর পরই সুয়ারেজকে সব ধরনের ফুটবল থেকে চার মাসের জন্য নিষিদ্ধ করা হয়। সুয়ারেজ সিএএসের কাছে সাজা কমানোর জন্য আবেদন করেছিল। গত শুক্রবার সেটির শুনানিও হয়।চূড়ান্ত রায়ে সিএএস জানিয়েছে, সুয়ারেজের শাস্তি কমছে না। তবে দলের সাথে অনুশীলন করতে পারবেন, মাঠের বাইরে অন্যান্য ফুটবল-সংশ্লিষ্ট কাজে এবং প্রচারণায়ও অংশ নিতে পারবেন। নিষেধাজ্ঞা শেষ হবে আগামী ২৬ অক্টোবর ফেরার কথা সুয়ারেজের।